Saturday, November 9, 2019

https://ranabhuiyan.com


২৮ বছর পর এলো জয়
দীর্ঘ অপেক্ষার পালা শেষে মাঠে ফিরল ভলিবল। গতকাল মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রথম দিনে আফগানদের হারিয়ে শুভসূচনা করেছেন বাংলার মেয়েরা- সংগৃহীত
মাঠে ফেরাই ছিল বড় ঘটনা। ২০১৩ সালের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ভলিবলে ফেরা। তবে ছয় বছর পর মাঠে ফেরার আনন্দের সঙ্গে ২৮ বছর না পাওয়া এক স্বাদও ফিরিয়ে এনেছে বাংলাদেশের নারী ভলিবল দল। বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন্স সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবলে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। গতকাল মিরপুর শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পাওয়া এ জয়ের আগে আন্তর্জাতিক নারী ভলিবলে বাংলাদেশের সর্বশেষ জয় ছিল ১৯৯১ সাফ গেমসে, ব্রোঞ্জ লড়াইয়ে নেপালের বিপক্ষে। প্রায় তিন দশক পরের জয়টি এসেছে ৩-০ সেটে।

শনিবার বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচটি ছিল বঙ্গমাতা ভলিবলের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচ। সকালে দিনের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-২ সেটে হারায় কিরগিজস্তান। এরপর বিকেল ৩টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাও। এরপর আফগান মেয়েদের বিপক্ষে নামেন বাংলাদেশের শাহিদার নেতৃত্বাধীন বাংলাদেশ দল। খেলার প্রথম থেকেই ছিল স্বাগতিকদের দাপট। তিন সেটের  প্রথমটিতে বাংলাদেশ জয় পায় ২৫-৯ পয়েন্টে। পরেরটিও শেষ হয় একই ব্যবধানে। তবে তৃতীয়টিতে কোনো পাত্তাই পায়নি আফগানিস্তান। হারে ২৫-৩ পয়েন্টে। পাঁচ দল নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় স্বাগতিকদের প্রথম ম্যাচটা শেষ হয় ৩-০ সেটের দারুণ সমাপ্তিতে। এ জয়টি ফিরিয়ে নিয়ে আসে ২৮ বছর আগের স্মৃতি। ১৯৯১ সালে নেপালকে হারিয়ে ব্রোঞ্জ জেতার পর আরও অনেকবার আন্তর্জাতিক ভলিবলে নামলেও জয় পায়নি বাংলাদেশের মেয়েরা। ঢাকায় ১৯৯৩ সালের এসএ গেমসে ব্রোঞ্জ জিতলেও সেবার কোনো ম্যাচ জেতেনি বাংলাদেশ, পদক জুটেছিল অংশগ্রহণকারী দল মাত্র তিনটি হওয়ায়। এরপর  ১৯৯৯ সালে কাঠমান্ডু গেমসে অংশ নিয়ে চার ম্যাচ খেলেও জয় পাওয়া যায়নি। তবে সাফল্য না থাকলেও দেশের নারী ভলিবলের কার্যক্রমে গতি ছিল এক দশক আগেও। কিন্তু সাংগঠনিক অদক্ষতা, অর্থের অভাবসহ নানাবিধ কারণে ২০১৩ সালে পুরোপুরিই থেমে যায় পথচলা। 
 
সমকাল।

No comments:

Post a Comment