লিটন-আফিফ-মোসাদ্দেকের দিনের অপেক্ষায় মাহমুদউল্লাহ
সেই দিনে নাগপুরে ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে খেলবেন মাহমুদউল্লাহরা। সিরিজ জিততে তরুণদের ওপর বাজি ধরছেন অধিনায়ক।
রাজকোটে ৮ উইকেটে হেরে যাওয়া টি-টোয়েন্টিতে দুইবার জীবন পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি লিটন। মাহমুদউল্লাহ আশাবাদী পরের ম্যাচেই বড় রান পাবেন এই ওপেনার।
“লিটন সব সময় এমন আক্রমণাত্মক খেলে থাকে। আমরা জানি ও খুবই ভালো এবং প্রতিভাবান ব্যাটসম্যান। হয়তো ওর দিনে ও একাই টেনে নিয়ে যাবে। ওই দিনটা সামনের ম্যাচেই আমরা পাবো আশা করি।”
“একবার, দুইবার না ও তো ধারাবাহিকভাবে এই সংস্করণে ভালো ব্যাটিং করছে। দল হিসেবে আমরা প্রত্যাশা করি যে, ওর ওই ক্ষমতা আছে একটা বড় ইনিংস খেলার। তাহলে আমাদের রানটা আরেকটু বাড়তে পারে। আশা করছি, নিজের ভুলগুলো সে বুঝতে পারবে এবং পরের ম্যাচে আরও ভালোভাবে রান করবে।”
প্রথম টি-টোয়েন্টিতে ক্রুনাল পান্ডিয়া ও ওয়াশিংটন সুন্দর শেষ ২ ওভারে ৩০ রান নিয়ে ভারতকে এনে দিয়েছিলেন লড়াইয়ের পুঁজি। দ্বিতীয় ম্যাচে শেষের দিকে বাংলাদেশের কেউ পারেননি তেমন ঝড় তুলতে। সময়ের দাবি মেটাতে পারেননি আফিফ, মোসাদ্দেক ও আমিনুল ইসলাম।
তিন জনে ২২ বল খেলে করেন কেবল ১৮ রান। একমাত্র বাউন্ডারি আসে আমিনুলের ব্যাট থেকে। মাহমুদউল্লাহর আশা এমন পরিস্থিতিতে দলকে পথ দেখাবেন আফিফ, মোসাদ্দেক।
“আমি ওদেরকে কোনো দোষ দিব না। কারণ, আফিফ যে ধরনের খেলা খেলে থাকে সেটাই চেষ্টা করছিল। হয়তো আজকে সংযোগ করতে পারেনি। ওদের দুই জনের প্রতিই আমার আস্থা আছে। আমি মনে করি, আমাদের পুরো দলেরই আস্থা আছে যে, ওরা হয়তো পরবর্তী ম্যাচে শেষ করতে পারবে।
“আমারও কিছুটা দোষ আছে (দ্বিতীয় টি-টোয়েন্টিতে)। আমিও ১৯তম ওভারে আউট হয়ে গেছি। আমি যদি শেষ সময় পর্যন্ত থাকতে পারতাম হয়তো আরো কিছু রান করতে পারতাম।”
No comments:
Post a Comment