Monday, November 11, 2019

1. https://sportslekhan.blogspot.com/

মোহাম্মদ নাইম
ভারতের মাঠে দুর্দান্ত ব্যাটিং করা তরুণ ওপেনার মোহাম্মদ নাইম শেখ বলেন, আমি আর দুই-তিন ওভার উইকেটে থাকতে পারলে হয়তো দলকে জেতাতে পারতাম।
টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফেরার আগে নাগপুরে সাংবাদিকদের নাইম আরও বলেন, ভারত সফরে যেভাবে লক্ষ্য ছিল সেভাবে ব্যাটিংয়ের চেষ্টা করেছি। যে বলে আমি আউট হয়েছি আমার মনে হয় সেটা পুরো ইনিংসে ওদের সেরা বল ছিল।
সিরিজ নির্ধারণী ম্যাচে ৪৮ বলে ৮১ রানের ইনিংস খেলেন নাইম। তার ব্যাটেই জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। শেষ দিকে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ছিল ৪৯ রান। এমন অবস্থায় আউট হয়ে ফেরেন নাইম।
১৯ রানের জন্য সেঞ্চুরি মিস করা প্রসঙ্গে নাইম বলেন, সেঞ্চুরির জন্য খেলিনি, দলকে জেতানোর জন্য খেলছিলাম। এই জায়গায় সফল হতে পারিনি, এর জন্য খারাপ লাগছে।
তিনি আরও বলেন, আক্ষেপ তো অনেক বেশি। সিরিজ জিততে পারলে অনেক ভালো লাগত। জিততে পারিনি বলে একটু খারাপ লাগছে। আমাদের আরেকটা জুটি হলে হয়তো আমরা জিততে পারতাম।
ভারতের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ১৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। ১২ রানে লিটন-সৌম্যর উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরান মোহাম্মদ মিঠুন ও নাইম। তৃতীয় উইকেটে তারা ৯৮ রানের জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখান। এরপর ৩৪ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় বাংলাদেশ

Jugantor

No comments:

Post a Comment