৩০
জনের সংক্ষিপ্ত তালিকায় নামটা রয়েছে নিজেরও। গত মৌসুমে ছিলেন তালিকার
চতুর্থ স্থানে। তারপরও এবারের ব্যালন ডি'অর দৌড়ে নিজেকে রাখেননি হালের
অন্যতম সেরা তরুণ তারকা কিলিয়েন এমবাপে। তার দৃষ্টিতে গত মৌসুমের সেরা
খেলোয়াড় বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। সম্প্রতি ফরাসী গণমাধ্যম
স্পাইগেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন বিশ্বকাপ জয়ী এ তরুণ।
গত মৌসুমে
দারুণ খেলেছেন এমবাপে। লিগ ওয়ানে ২৯ ম্যাচে করেছেন ৩৩টি গোল। মেসির সঙ্গে
ইউরোপিয়ান গোল্ডেন বুটের লড়াইটা দারুণ জমে উঠেছিল। যদিও শেষ পর্যন্ত মেসি
জিতে নেন সে পুরস্কার। চলতি মৌসুমে অবশ্য বেশির ভাগ সময়ই ইনজুরির কারণে
ছিলেন মাঠের বাইরে। খেলেছেন মাত্র পাঁচ ম্যাচ। এরমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগে
একটি ম্যাচে হ্যাটট্রিকও আদায় করেছেন এ তরুণ।
চলতি বছরের
ব্যালন ডি'অরের নিজের সম্ভাবনা কেমন এমন প্রশ্নে এমবাপে বলেছেন, 'যদি
ব্যক্তিগত দৃষ্টিতে বিচার করেন তাহলে গত বছরের সেরা ছিল মেসি।'
গত মৌসুমে
সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচ খেলে মেসি গোল করেন ৫০টি। কেবল লিগে ৩৬ গোল
করায় জেতেন লা লিগা ও ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। চ্যাম্পিয়ন্স
লিগেও ১২ গোল নিয়ে গোলদাতাদের তালিকায় শীর্ষে ছিলেন তিনি। ক্লাবের হয়ে
জেতেন লিগ শিরোপা। কোপা আমেরিকায় তার দল আর্জেন্টিনা দখল করে তৃতীয় স্থান।
তবে এ বছর
মেসির অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ভ্যান
ডাইক। চোখ ধাঁধানো পারফর্ম করে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়
নির্বাচিত হয়েছেন তিনি। লিভারপুলকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে রাখেন
অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা। জাতীয় দলের জার্সিতেও সফল তিনি।
নেদারল্যান্ডসকে উয়েফা নেশন্স লিগের ফাইনালে ওঠানোর পেছনে অবদান ছিল তার।
গত মৌসুমটা
দারুণ কাটান রোনালদোও। জুভেন্টাসের হয়ে প্রথম মৌসুমেই ইতালিয়ান সিরি আ
শিরোপার পাশাপাশি জেতেন সুপার কাপও। পর্তুগালের জার্সিতেও তিনি ছিলেন সফল।
জেতেন দ্বিতীয় আন্তর্জাতিক শিরোপা। নতুন চালু হওয়া নেশন্স লিগের ফাইনালে
হারান ভ্যান ডাইকের নেদারল্যান্ডসকে। পুরো মৌসুমে ৪৩ ম্যাচ খেলে রোনালদো
গোল করেন ২৮টি।
No comments:
Post a Comment