Sunday, November 10, 2019

ইমার্জিং কাপে খেলবেন ভারত সফরে থাকা পাঁচ ক্রিকেটার



ইমার্জিং এশিয়া কাপকে লক্ষ্য রেখে বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনূর্ধ্ব-২৩ দলের এ টুর্নামেন্টে খেলবেন ভারতে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা পাঁচ ক্রিকেটার। তরুণ আমিনুল ইসলাম বিপ্লব, আফিফ হোসেন ও মোহাম্মদ নাইম শেখের সঙ্গে দলে আছেন অভিজ্ঞ সৌম্য সরকার ও আবু হায়দার রনিও। আজ (১০ নভেম্বর) নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করে বিসিবি।
বর্তমানে এ পাঁচ ক্রিকেটারই ব্যস্ত আছেন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে। আজই নাগপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর টেস্ট সিরিজ শুরু হলেও দলে নেই তারা। ফলে এ সিরিজ শেষ করেই দেশে ফিরবেন এ পাঁচ ক্রিকেটার। যোগ দিবেন চম্পাকা রামানায়েকের ক্যাম্পে। হাই পারফরম্যান্স ইউনিটের ক্রিকেটারদের নিয়ে টানা অনুশীলন চালিয়ে যাচ্ছেন লঙ্কান এ কোচ। ১৫ সদস্যের এ স্কোয়াডে সব মিলিয়ে ৮ জন খেলোয়াড়ের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।
ইমার্জিং কাপে স্বাগতিক বাংলাদেশ খেলবে 'বি' গ্রুপে। সেখানে তাদের সঙ্গী ভারত, সংযুক্ত আরব আমিরাত ও হংকং। 'এ' গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান ও ওমান। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মোট পাঁচটি ভেন্যুতে। 'এ' গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও তার একাডেমি মাঠে। 'বি' গ্রুপের খেলাগুলো হবে সাভারের বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে।
১৪ নভেম্বর কক্সবাজারে পাকিস্তান মোকাবেলা করবে আফগানিস্তানের বিপক্ষে, আর শ্রীলঙ্কা লড়বে ওমানের সঙ্গে। একই দিনে বিকেএসপিতে ভারত খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, আর বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। ১৬ নভেম্বর কক্সবাজারে পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তানের প্রতিপক্ষ ওমান। একই দিনে বিকেএসপিতে হংকং খেলবে আরব আমিরাতের বিপক্ষে। আর বড় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
১৮ নভেম্বর গ্রুপ পর্বের শেষ দিনে কক্সবাজারে শ্রীলঙ্কা খেলবে আফগানিস্তানের বিপক্ষে, আর পাকিস্তানের প্রতিপক্ষ ওমান। একই দিনে বিকেএসপিতে ভারতের প্রতিপক্ষ হংকং, আর আরব আমিরাতের বিপক্ষে শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। এরপর সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে ২০ ও ২১ নভেম্বর। আসরের ফাইনাল ২৪ নভেম্বর। এই ম্যাচ তিনটির ভেন্যু মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। আসরের সবগুলো ম্যাচ সকাল ৯টা থেকে শুরু হবে।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নাঈম শেখ, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন, জাকির হাসান, মিনহাজুল আবেদিন আফ্রিদি, আমিনুল ইসলাম, সৌম্য সরকার, তানভীর ইসলাম, মাহমুদ হাসান, মেহেদী হাসান রানা, সুমন খান, মাহিদুল ইসলাম ভুঁইয়া, আবু হায়ফার রনি ও মেহেদী হাসান।

No comments:

Post a Comment