Monday, November 11, 2019

র‌্যাংকিংয়ে নাঈমের বিরাট অগ্রগতি


র‌্যাংকিংয়ে নাঈমের বিরাট অগ্রগতি
নাঈম শেখ। ছবি সংগৃহীত
মাত্রই অভিষেক হল। খেলেছেন মাত্র তিনটা টি-টোয়েন্টি। এরই মধ্যে র‌্যাংকিংয়ে নিজেকে অনেকটা পথ এগিয়ে নিয়ে গেলেন বাংলাদেশের ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে এখন ৩৮-এ আছেন এই ডানহাতি। তার সাথে একই অবস্থানে আছেন ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মোট ১৪৩ রান করেন নাঈম। প্রথম দুই ম্যাচে ভাল সূচনা করেছিলেন। কিন্তু, শেষ অবধি ধরে রাখতে পারেননি। কিন্তু, নাগপুরের শেষ ম্যাচে করেছেন ৮১ রান। ম্যাচ বাংলাদেশ হেরে গেলেও ইনিংসটা এরই মধ্যে বাংলাদেশের সেরা টি-টোয়েন্টি ইনিংসগুলোর একটি হিসেবে স্বীকৃতি পেয়ে গেছে।

ইত্তেফাক/এএম

No comments:

Post a Comment