বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
১ টাকায় গেইম খেলে ১ টাকার মোটরবাইক পাওয়ার অফার ঘোষণা করেছে অনলাইন মার্কেটপ্লেস দারাজ।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১ টাকার গেইম খেলে সুযোগ মিলবে কুইজ প্রতিযোগিতার,
সেই কুইজে বিজয়ী হলে দিতে হবে ১ টাকা; তারপর হবে লটারি। ভাগ্যবান একজন পেয়ে যাবেন টিভিএস
মেট্রো প্লাস ১১০সিসির একটি মোটরবাইক।
আর যারা মোটরসাইকেল পাবেন না, সঙ্গে সঙ্গেই ফেরৎ পাবেন তাদের দেওয়া ১ টাকা।
পঞ্চমবারের মত আয়োজিত দারাজের ‘ফাটাফাটি ফ্রাইডে’ অফারে এ সুযোগ মিলছে।
দারাজের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আকর্ষণীয় সব অফার নিয়ে দারাজের ক্যাম্পেইনটি চলবে বৃহস্পতিবার থেকে ২ ডিসেম্বর পর্যন্ত।
এবারের ক্যাম্পেইনে ডি রানার, রোলিং বল এবং আউটার স্পেসের মতো মজাদার গেইম, যার মাধ্যমে সর্বোচ্চ স্কোর করে গ্রাহকরা জিতে নিতে পারেন সর্বোচ্চ ৫ হাজার টাকার ভাউচারসহ নানা পুরস্কার।
‘ফাটাফাটি ফ্রাইডে’র ৫টি উল্লেখযোগ্য ডিলের মধ্যে রয়েছে ৭৯ হাজার ৫০০ টাকায় ভিশন ৫৫ ইঞ্চি এলইডি টিভি, ক্যানন ইওএস ৪০০০ডি ক্যামেরা ২০ হাজার ৪০০ টাকায়, ৩৮ হাজার ৭৩৭ টাকায় আসুস ভিভোবুক ল্যাপটপ, শার্প এসজেইকে ৩০১ই রেফ্রিজারেটর ৩২ হাজার ৯০০ টাকায় টাকায় পাওয়া যাবে।
এছাড়া ৬৬ হাজার ১৬৫ টাকায় মালদ্বীপ প্যারাডাইজ আইল্যান্ড রিসোর্ট অ্যান্ড স্পাতে ৩ রাত-৪ দিনের ট্যুর প্যাকেজ।
ক্রেতাদের কেনাকাটার সুবিধার কথা মাথায় রেখে দারাজ পেমেন্ট ডিসকাউন্ট অফারও করছে ।
দারাজ জানিয়েছে, ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সাউথইস্ট ব্যাংকের প্রি-পেইড কার্ড ও ক্রেডিট কার্ড এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ডে লেনদেনের মাধ্যমে পাওয়া যাবে ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।
৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে ইস্যুকৃত সব ভিসা কার্ড ব্যবহারকারীদের জন্য থাকছে ১০ শতাংশ মূল্যছাড়।
আর যারা মোটরসাইকেল পাবেন না, সঙ্গে সঙ্গেই ফেরৎ পাবেন তাদের দেওয়া ১ টাকা।
পঞ্চমবারের মত আয়োজিত দারাজের ‘ফাটাফাটি ফ্রাইডে’ অফারে এ সুযোগ মিলছে।
দারাজের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আকর্ষণীয় সব অফার নিয়ে দারাজের ক্যাম্পেইনটি চলবে বৃহস্পতিবার থেকে ২ ডিসেম্বর পর্যন্ত।
এবারের ক্যাম্পেইনে ডি রানার, রোলিং বল এবং আউটার স্পেসের মতো মজাদার গেইম, যার মাধ্যমে সর্বোচ্চ স্কোর করে গ্রাহকরা জিতে নিতে পারেন সর্বোচ্চ ৫ হাজার টাকার ভাউচারসহ নানা পুরস্কার।
‘ফাটাফাটি ফ্রাইডে’র ৫টি উল্লেখযোগ্য ডিলের মধ্যে রয়েছে ৭৯ হাজার ৫০০ টাকায় ভিশন ৫৫ ইঞ্চি এলইডি টিভি, ক্যানন ইওএস ৪০০০ডি ক্যামেরা ২০ হাজার ৪০০ টাকায়, ৩৮ হাজার ৭৩৭ টাকায় আসুস ভিভোবুক ল্যাপটপ, শার্প এসজেইকে ৩০১ই রেফ্রিজারেটর ৩২ হাজার ৯০০ টাকায় টাকায় পাওয়া যাবে।
এছাড়া ৬৬ হাজার ১৬৫ টাকায় মালদ্বীপ প্যারাডাইজ আইল্যান্ড রিসোর্ট অ্যান্ড স্পাতে ৩ রাত-৪ দিনের ট্যুর প্যাকেজ।
ক্রেতাদের কেনাকাটার সুবিধার কথা মাথায় রেখে দারাজ পেমেন্ট ডিসকাউন্ট অফারও করছে ।
দারাজ জানিয়েছে, ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সাউথইস্ট ব্যাংকের প্রি-পেইড কার্ড ও ক্রেডিট কার্ড এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ডে লেনদেনের মাধ্যমে পাওয়া যাবে ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।
৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে ইস্যুকৃত সব ভিসা কার্ড ব্যবহারকারীদের জন্য থাকছে ১০ শতাংশ মূল্যছাড়।
No comments:
Post a Comment