Share to WhatsAppShare to TwitterShare to More
মাহমুদুল্লাহর নেতৃত্ব মন কেড়েছে প্রাক্তন ক্রিকেটারদের। ছবি— এএফপি।
বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াধের মধ্যে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ছায়া খুঁজে পেলেন ইরফান পাঠান।
তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি রবিবার হবে নাগপুরে।
নয়াদিল্লিতে হারের পরে রাজকোটে জিতে দুরন্ত ভাবে ফিরে এসেছে ভারত। রোহিত
শর্মা বিধ্বংসী ব্যাটিং করেছেন দ্বিতীয় টি টোয়েন্টিতে।
নাগপুরের ম্যাচের বল গড়ানোর আগে বাংলাদেশ অধিনায়কের প্রশংসা করে
পাঠান বলছেন, “বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দলের বিরুদ্ধে ম্যাচ জিতলে
আত্মবিশ্বাস বেড়ে যায়। ক্যাপ্টেন হিসেবে নজর কেড়েছে মাহমুদুল্লাহ। ম্যাচ
চলাকালীন যে ছোট ছোট পরিবর্তনগুলো এনেছে তা খুব কার্যকরী।’’
মাহমুদুল্লাহর এই ছোট পরিবর্তনগুলো দেখেই পাঠানের মনে পড়ে যাচ্ছে
ধোনির কথা। পাঠান আরও বলেন, ‘‘মাহমুদুল্লাহর নেতৃত্বের মধ্যে ধোনির
ক্যাপ্টেন্সির মিল পাওয়া যাচ্ছে। পাওয়ার প্লের পরে পার্ট টাইম বোলারদের
আক্রমণে আনত ধোনি। মাহমুদুল্লাহও একই ভাবে পার্ট টাইম বোলারদের ব্যবহার
করছে।’’
No comments:
Post a Comment