মাশরাফি-আশরাফুল-আফতাবরা
পারেননি, পারেননি মুশফিক-সাকিবরাও। ঘরের মাঠে সম্ভাবনা জাগিয়ে ব্যর্থ
হয়েছেন মিরাজ-শান্ত-সাইফউদ্দিনরাও। তবে দীর্ঘদিনের আক্ষেপ ঘোচাতে পারলেন
আকবর-শরিফুলরা। বাংলাদেশ এখন বিশ্বচ্যাম্পিয়ন। হোক না অনূর্ধ্ব- ১৯ দলের
বিশ্বকাপ। আর তরুণ টাইগারদের বিশ্ব জয়ে উচ্ছ্বাস বইছে সারা বাংলাদেশে।
পূর্বসূরিরাও উচ্ছ্বাস গোপন করেননি। সামাজিক মাধ্যমে ছোটদের অভিনন্দন
জানিয়ে আনন্দে সামিল হয়েছে তারাও।
আর
উচ্ছ্বাসটা আরও বেড়ে গেছে ভারতকে হারানোয়। কারণ দীর্ঘদিন ধরে ভারত যেন অধরা
হয়ে উঠেছিল। এই তরুণরাই গত বছর ইংল্যান্ডে গ্রুপ পর্বে দুইবার হারিয়ে
ফাইনালে গিয়ে হেরে যায়। এর আগে বড়রা বেশ কয়েকবারই আক্ষেপ নিয়ে ঘরে ফিরেছে।
আর এ টুর্নামেন্টের সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়নও ভারত। এমন দিনে
উচ্ছ্বাসতা একটু বাড়তি তো হবেই।
দক্ষিণ
আফ্রিকার পচেফস্ট্রুমে রোববার (৯ ফেব্রুয়ারি) ভারতকে ৩ উইকেটে হারিয়ে
অসাধ্য সাধন করে বাংলাদেশের যুবারা। রোমাঞ্চ ছড়ানোর এ ম্যাচে শুরু থেকেই
আগ্রাসী ছিল তরুণ টাইগাররা। মাঝে খেই হারিয়েছিল। তবে ভেঙে পড়েনি। অধিনায়ক
আকবরের অসাধারণ ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে দারুণ জয় টাইগারদের। তাই তরুণ এ
অধিনায়কে মজেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ব্যক্তিগত
ফেইসবুক প্রোফাইলে মাশরাফি লিখেছেন, 'অভিনন্দন বাংলাদেশ। বিশেষ করে আমাদের
শহরের অভিষেক দাস, রকিবুল, শরিফুল, ইমনকে এবং দলের সকল খেলোয়াড় এবং কোচিং
স্টাফকে। আকবর তুমি সুন্দর। জানো কীভাবে আবেগকে নিয়ন্ত্রণ করতে হয়। কতো বড়
প্রাপ্তি। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জন্য কি অসাধারণ মুহূর্ত।'
'আরও অনেক
পথ যেতে হবে ছেলেরা। আশা করি তোমরা ভবিষ্যতে আরও অনেক কিছু অর্জন করে আনবে।
এই মুহূর্তগুলো উপভোগ করো। উপভোগ করো মিস্টার ক্যাপ্টেন আকবর। অভিনন্দন
বাংলাদেশ।' - যোগ করে আরও লিখেছেন টাইগার অধিনায়ক।
পাকিস্তানে
সিরিজ খেলতে থাকা মাহমুদউল্লাহও অভিনন্দন জানাতে ভোলেননি, 'কি অসাধারণ
মুহূর্ত! বিশ্ব চ্যাম্পিয়ন! তোমাদের নিয়ে গর্বিত ছেলেরা। হৃদয়ের অন্তঃস্থল
থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে শুভেচ্ছা!'
শুভেচ্ছা
জানিয়েছেন ওপেনার তামিক ইকবালও, 'আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২০
চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে অনেক অভিনন্দন। তোমারা
আমাদের পুরো দেশকে গর্বিত করেছ।'
আর তরুণদের
এ জয়ে যেন নিজেই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি পাচ্ছেন উইকেটরক্ষক
ব্যাটসম্যান মুশফিকুর রহিম, ‘কোন সংশয় ছাড়াই এখন বলতে পারি, বাংলাদেশের
ক্রিকেটার হওয়া আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। এতটা গর্ব কখনই অনুভব করিনি।
অভিনন্দন সুপারস্টার্স!’
No comments:
Post a Comment