ক্রীড়া প্রতিবেদক,
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বাংলাদেশকে প্রথম বৈশ্বিক শিরোপা এনে দেওয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা থেকে পৌঁছেছে ঢাকায়।
গত ৩ জানুয়ারি অনেকটা নীরবে দেশ ছেড়েছিল আকবর আলীর দল। ফেরার পালায়
চিত্রটা পুরো ভিন্ন। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন, বিশ্বকাপ ট্রফি
নিয়ে তাদের ফেরার দিনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে
ভক্ত-সমর্থকদের ঢল।
বিকেল ৪টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করে দলকে
বহনকারী বিমানটি। এখান থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে
যাবে বিশ্বজয়ীরা। তাদের বরণ করতে নতুন সাজে সেজেছে ‘হোম অব ক্রিকেট’।
লাল-সবুজে
সাজানো একটি বাস দিয়ে শের-ই-বাংলা স্টেডিয়ামে যাবেন ক্রিকেটাররা। সেখানে
একটি সংবাদ সম্মেলন করে বিসিবির আয়োজনে নৈশভোজে যোগ দেবেন তারা।
বিশ্বকাপের আগে কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পচেফস্ট্রুমে এক
সপ্তাহের ক্যাম্প করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞতা
ভালো ছিল না; নিউ জিল্যান্ডের বিপক্ষে কেবল ১১২ রানে গুটিয়ে গিয়ে হারতে
হয়েছিল। দ্রুত নিজেদের সামলে নিয়ে মূল টুর্নামেন্টে উজ্জ্বীবিত ক্রিকেট
খেলে তানজিম হাসান-রকিবুল হাসানরা।গ্রুপ পর্বে নিজেদের মেলে ধরে
চূড়ায় থেকে কোয়ার্টার-ফাইনাল খেলে বাংলাদেশ। সেমি-ফাইনালে নিউ জিল্যান্ডকে
হারিয়ে ফাইনাল নিশ্চিত করে দলটি। পরে রুদ্ধশ্বাস ফাইনালে ভারতকে হারিয়ে
জেতে শিরোপা; যে কোনো বিশ্বকাপে বাংলাদেশের প্রথম শিরোপা।
ফাইনালের
পরদিন আইসিসির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের
ক্রিকেটাররা। এবার বিশ্ব জয়ের মুকুট পরে ফিরল দেশে। সময়টা উৎসবে আনন্দে
মেতে ওঠার
No comments:
Post a Comment